শিরোনাম: |
নিজেদের লজ্জার হারের রেকর্ড ভাঙল বাংলাদেশ
|
![]() বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় এই ম্যাচে প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো সেঞ্চুরি করেছেন। তার ব্যাটে ভর করে ৫ উইকেটে ২০৫ রান তোলে দলটি। রুশো খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস। বাংলাদেশ তার একার রানও করতে পারেনি। বাংলাদেশ দল মিলে করেছে ১০১ রান। এক রুশোর কাছেই বাংলাদেশ ৮ রানে হেরেছে। বাংলাদেশ প্রথম টি-২০ খেলে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এ পর্যন্ত ১৪১ টি-২০ খেলা দলটির রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। এর আগে ২০০৮ সালে করাচিতে গিয়ে ১০২ রানে হেরেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তান তুলেছিল ২০৩ রান। এবার প্রোটিয়ারা দুই রান বেশি তুলেছে। বাংলাদেশের হারের ব্যবধানও দুই রান বেড়েছে। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পরাজয় ৮৩ রানের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বড় ওই ব্যবধানে হেরেছিল টিম টাইগার্স। সেবার প্রোটিয়ারা তুলেছিল ২২৪ রান। হাশিম আমলা ৮৫ ও ডেভিড মিলার ১০১ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ করেছিল ১৪১ রান। |