শিরোনাম: |
শাহরুখের জন্যই পিছিয়ে গেল সালমানের ‘টাইগার থ্রি’!
|
![]() জানা গেছে, সালমানের এই সিনেমায় ভিএফএক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর গোটা বিশ্বজুড়ে যে সব ভিএফএক্স আর্টিস্টরা রয়েছেন তাদের হাতে এখন অনেক কাজ। ফলে সময় বের করে উঠতে পারছেন না কেউই। আর আদিত্য চোপড়া (টাইগার থ্রি-র প্রযোজক), মণীশ শর্মা (টাইগার থ্রি-র পরিচালক) আর সিনেমার গোটা টিম সিদ্ধান্ত নিয়েছেন কোনও তাড়াহুড়ো নয়, বর পিছিয়ে দেওয়া হবে সিনেমাটির মুক্তি। আরেকটা কারণও রয়েছে। তা হলো এবার ‘টাইগার থ্রি’তে এন্ট্রি নেবেন শাহরুখ খান। বেশ ভালো একটা অ্যাকশন সিনও রয়েছে বাদশার। যা শ্যুট করতে সময় লাগবে খানিকটা। এদিকে তার হাতে এখন ডেট একেবারেই নেই। ‘পাঠান’ মুক্তির পরই শাহরুখ সময় দিতে পারবেন। ফলে সিনেমাটির মুক্তিও পিছিয়ে দিতে হয়েছে। |