শিরোনাম: |
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী সামান্থা
|
![]() মায়োসাইটিস বলতে পেশিতে প্রদাহ সৃষ্টিকারী অবস্থাকে বোঝায়। এটি বিরল অবস্থার একটি রোগ। এর প্রধান উপসর্গ শারীরিক দুর্বলতা, বেদনা বা পেশি ব্যথা। তবে অভিনেত্রী এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একটি রেকর্ডিং স্টুডিওতে তোলা নিজের একটি ছবি শেয়ার করে চিকিৎসার অবস্থা প্রকাশ করেছেন সামান্থা। ছবিতে অভিনেত্রীকে হাতে ক্যানোলা ও স্যালাইন লাগানো অবস্থায় দেখা গেছে। ছবিটির ক্যাপশনে সামান্থা লিখেছেন, 'যশোদার ট্রেইলারে আপনাদের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। এই ভালোবাসা এবং সংযোগই আমি আপনাদের সবার সঙ্গে গড়েছি। আপনাদের সমর্থন আমাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি জোগায়। কয়েক মাস আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি আশা করছিলাম এটা দূর হয়ে গেলে সবাইকে জানাব। কিন্তু এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এখনো লড়াই করছি। খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমার চিকিৎসকরা। ' সামান্থা রুথ প্রভু বর্তমানে দক্ষিণ এবং বলিউডে নিজের আসন্ন সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি যশোদার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামান্থার পরবর্তী সিনেমা হলো পৌরাণিক চলচ্চিত্র ‘শকুন্তলম’, যেটিতে তাকে রাজকুমারী শকুন্তলার চরিত্রে দেখা যাবে। এরপর তাকে ‘কুশী’তে বিজয় দেবেরকোন্ডার সঙ্গেও দেখা যাবে, যা এই ডিসেম্বরে মুক্তি পাবে। |