শিরোনাম: |
শীতে বাচ্চাদের ত্বকের যত্ন
|
![]() হাঁটলে গোড়ালিতে ব্যথা? শীতে বাচ্চার ত্বকের যত্নে করণীয় শীতে এমনিতেই তো ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। ভাই লক্ষ্য রাখতে হবে যেন আমরা এমন কোন কিছু ব্যবহার না করি যাতে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে। তাই বাচ্চাদের সাবান ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সাবান ব্যবহারের ক্ষেত্রে বাচ্চাদের ত্বকে ব্যবহার উপযোগী সাবান অথবা মৃদু সাবান ব্যবহার করতে হবে। শীতকালে বাচ্চারা হাত ধোয়াতে আগ্রহী থাকে না। কিন্তু হাত না ধোয়ার কারণে নানা ধরনের রোগ জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। তাই হাত ধোয়ায় উৎসাহিত করতে হবে এবং হাত ধোয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে হ্যান্ডওয়াশ বা সাবান যেন মৃদু ক্ষার যুক্ত হয়। বিশ্রামেও ক্লান্তি? হতে পারে থাইরয়েডবিশ্রামেও ক্লান্তি? হতে পারে থাইরয়েড বাচ্চাদের ত্বকে নিয়মিতভাবে বিশেষ করে শীতকালে বডি লোশন বা অলিভ অয়েল ব্যবহার করতে হবে। বডি লোশন নির্বাচনের ক্ষেত্রেও বাচ্চাদের জন্য তৈরি বডি লোশন ব্যবহার করতে হবে। কোন অবস্থাতেই বড়দের লোশন ব্যবহার করা যাবে না। শীতের মধ্যে অবশ্যই বাচ্চাকে নিয়মিত গোসল করাতে হবে। গোসলের ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করতে হবে। হালকা গরম পানি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বককে সুস্থ থাকতে সহায়তা করে। ডাউন সিনড্রোম ও করণীয়ডাউন সিনড্রোম ও করণীয় পাশাপাশি বাচ্চাকে প্রতিদিন সময় করে ১৫-২০মিনিট রোদ পোহাতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন রোদ পোহানো সময় বাচ্চা ঠাণ্ডা না হয়ে যায়। তারপরও শীতে বাচ্চাদের কোন ধরনের ত্বকের সমস্যা দেখা দিলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে। |