শিরোনাম: |
আলিয়ার যেখানে হাত বোলাতে চান ক্যাটরিনা
|
![]() সন্তানসম্ভবা আলিয়া প্রসঙ্গে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয় যে হবু মায়ের সঙ্গে দেখা হলে তিনি কী করবেন? তাতেই মজার উত্তর দিয়েছেন নায়িকা। মিষ্টি হাসি দিয়ে অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে দেন কী প্রতিক্রিয়া দেবেন। আলিয়ার স্ফীতোদরে হাত বোলাতে চান তিনি। ক্যাটরিনা বলেন, ‘আমি এটাই করতে চাই। আলিয়ার সঙ্গে জিমে আমার মাঝেমাঝেই দেখা হয়। এখনও নিয়ম করে আলিয়া জিম করে যাচ্ছে। নিজের ফিটনেস সম্পর্কে আলিয়া ওয়াকিবহাল। সত্যিই ভালো লাগছে দেখে।’ আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই কাপূর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কাপূর এবং ভাট পরিবার। অন্যদিকে ক্যাটরিনা এবং আলিয়া দু’জনকেই একসঙ্গে দেখা যাবে ফারহান আখতারের ‘জি লে জ়রা’ ছবিতে। |