সোমবার ১২ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
সাকিবের বক্তব্য নিয়ে যা বললেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়
Published : Wednesday, 2 November, 2022 at 6:00 AM, Count : 148

বর্তমান ডেস্ক: সাকিবের বক্তব্য নিয়ে মুখ খুললেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগে সাংবাদ সম্মেলনে তাঁকে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা তাঁকে অনেক সম্মান করি। তাঁরা খুব ভালো দল। এই ফরম্যাটে ও বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যেকোনো দলকে হাল্কাভাবে নেওয়া যাবে না।

আয়ারল্যান্ড ইংল্যান্ডকে পরাস্ত করে সেটা দেখিয়েছে। কারণ ২০ ওভার অনেক কম। ফলে জয় পরাজয়ের ব্যবধানও কমে যায়। ১২, ১৫ রান অনেক বড়। দুটো বড় শট লাগে ম্যাচ ঘুরতে। ফলে বিশ্বকাপের মতো ম্যাচে কে ফেভারিট তা বলা কঠিন। ’
দক্ষিণ আফ্রিকা ও বাকি দলগুলোর বিরুদ্ধে ভারতের যেই পরিকল্পনা ছিল বাংলাদেশের বিরুদ্ধেও সেই পরিকল্পনা নিয়ে খেলতে নামবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না ভারত। এই ম্যাচটি জিতলে সেমিফাইনালে যাওয়ার সম্ভবনা রয়েছে ভারত-বাংলাদেশের। বর্তমানে গ্রুপে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।  

গত বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ দুই দলই হতাশ করেছে। বাংলাদেশ একটাও ম্যাচ জেতেনি গত বিশ্বকাপে আর ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর এশিয়া কাপেও বাংলাদেশ হতাশ করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com