শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
ফ্যান ভিলেজের উন্মোচন: কাতার বিশ্বকাপ
Published : Thursday, 10 November, 2022 at 6:00 AM, Count : 235

বর্তমান ডেস্ক: বুধবার বিমানবন্দরগুলির কাছে একটি বিচ্ছিন্ন জায়গায় ৬,০০০-কেবিনবিশিষ্ট একটি ফ্যান গ্রাম উন্মোচন করেছে কাতার। ৩.১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে  একটি মেট্রো স্টেশন, একটি বাস স্টপ, পরিকল্পিত অস্থায়ী রেস্তোঁরা একাধিক দোকান। কর্মকর্তারা বলেছেন, ১২ হাজার লোক এখানে থাকতে পারবেন। কৃত্রিম সবুজ ঘাসে ঢেকে রয়েছে ফ্যান ভিলেজের বাইরের হাঁটার পথ, খোলা আকাশের নিচে পাতা রয়েছে বিনব্যাগের মতো অসংখ্য চেয়ার। মানবজমিন

ম্যাচ দেখার জন্য সাইটে একটি বড় স্ক্রীনও রাখা হয়েছে। কর্মকর্তারা এখন এই সাইটে ফিনিশিং টাচ দিচ্ছেন, তারপরেই এখানে ভিড় জমাবেন ফুটবলপ্রেমী হাজার হাজার মানুষ। উজ্জ্বল রঙের কেবিনগুলিতে  রয়েছে  টুইন বেড, একটি নাইটস্ট্যান্ড, একটি ছোট টেবিল,চেয়ার, এয়ার কন্ডিশনার, একটি টয়লেট  ঝরনা। টুর্নামেন্ট  চলার সময় এখানে প্রতি রাতে থাকার খরচ পড়বে প্রায় ২০০-২৭০ ডলার।

টুর্নামেন্টের জন্য কাতারের সর্বোচ্চ কমিটির ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির প্রধান ওমর আল-জাবের বলেছেন, প্রায় ৬০ শতাংশ কেবিন ইতিমধ্যেই বুক করা হয়েছে।

দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই সাইটগুলিতে  টুর্নামেন্ট চলাকালীন সব সময় ফ্লাইট মিলবে। যারা ফ্যান ভিলেজে থাকবেন  তারা স্টেডিয়ামে ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন।

আলজাবের বলেন, এই ফ্যান ভিলেজের পরিচালনার দায়িত্বে রয়েছে ফরাসি আতিথেয়তা সংস্থা অ্যাকর। বেশিরভাগ ফ্যান হোটেলের পরিবর্তে এইধরণের ভিলা পছন্দ করেন। বাজেটের কথা মাথায় রেখে অনেকেই এই সাইটগুলিতে আসবেন বলে আশা রাখছেন আলজাবের।

বিশ্বকাপের আগে সমস্ত দল কর্মী স্বেচ্ছাসেবক এবং ভক্তদের জন্য হোটেলের অভাব দেখা দিয়েছে কাতারে। তাই দোহা ক্যাম্পিং এবং কেবিন সাইট তৈরি করেছে, ক্রুজ জাহাজ ভাড়া করেছে এবং ভক্তদের প্রতিবেশী দেশে থাকতে  উৎসাহিত করেছে। কাতার অনুমান করেছে যে টুর্নামেন্টের সময়  প্রতিদিন ১ লক্ষ ৩০ হাজার  রুমে থাকবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com