বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: ঐন্দ্রিলা
Published : Tuesday, 15 November, 2022 at 6:00 AM, Count : 155

বর্তমান ডেস্ক: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তবে বিধি বাম। স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই অভিনেত্রী। গত ১ নভেম্বর রাতে স্ট্রোক করেন ঐন্দ্রিলা। এতে তার মাথায় রক্ত জমাট বেঁধে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে।

এভারকেয়ারে ভুল চিকিৎসার শিকার চিত্রনায়ক সোহেল রানাএভারকেয়ারে ভুল চিকিৎসার শিকার চিত্রনায়ক সোহেল রানা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কথা জানিয়ে চিকিৎসক বলেন, এখনও তার জ্ঞান ফেরেনি। কোনো সাড়া শব্দও নেই। তবে শরীরে জ্বর আছে। বর্তমানে তাকে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এতে অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

জীবনের প্রতিটি সঙ্কটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। এবারও প্রেমিকাকে ছেড়ে যাওয়ার পাত্র নন তিনি। প্রিয় মানুষটির সুস্থ হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছেন।

প্রসঙ্গত, সাত বছর আগে শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। তবে লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। দুই দুইবার জয় করেন ক্যানসার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com