শিরোনাম: |
যার বাঁশিতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ
|
![]() দানিয়েলের মতো তার সব সহযোগীই ইতালির নাগরিক। এর আগে ২০১০ সালে ফিফা রেফারির তালিকায় প্রথমবারের মতো যুক্ত হন তিনি। এরপর ২০১৮ সালে শেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করেছিলেন তিনি। দানিয়েল কখনো কোনো ম্যাচেই মূল রেফারি হিসেবে মাঠে নামেননি। অর্থাৎ এবারই প্রথম বিশ্বকাপের মাঠে প্রধানের ভূমিকায় থাকবেন তিনি। এর আগে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি-বায়ার্ন ম্যাচটি দানিয়েলের নিয়ন্ত্রণেই পরিচালিত হয়। সেই বছরই ফুটবলের বিখ্যাত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট আইএফএফএইচএস পক্ষ থেকে বর্ষসেরা রেফারি নির্বাচিত হন দানিয়েল। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও চেলসি ম্যাচের দ্বিতীয় লেগের দায়িত্বেও ছিলেন তিনি। |