শিরোনাম: |
কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হলো অ্যালকোহল
|
![]() বিশ্বকাপ উপলক্ষে বেশ কিছু বিষয়ে নিয়মকানুন কিছুটা শিথিল করেছিল আয়োজক দেশটি। তখন স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির বিষয়টিও অনুমোদন পেয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শেষ মুহূর্তে এসে কাতারের রাজ পরিবার বিশ্বকাপে স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল বিক্রি বন্ধের জন্য ফিফাকে চাপ দিচ্ছে। আরটিভি স্টেডিয়ামে অ্যালকোহল পান নিষিদ্ধ হলেও সারা বিশ্ব থেকে আসা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে লাইসেন্স প্রাপ্ত কিছু রেস্তোরাঁয় অ্যালকোহল সেবনের অনুমতি দিয়েছে। মুসলিমদের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে অ্যালকোহল কাণ্ডে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতারের এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন। কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বিয়ার বিক্রির জন্য বুঁদউইজার নামক প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছিল ফিফা। যারা আবার বিশ্বকাপে বেশ বড় স্পন্সরও।শেষ মুহূর্তের এই ঘটনায় যদি তারা বিশ্বকাপে অর্থ বিনিয়োগ করতে না চায়, তাহলে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে ফিফাকে। |