বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হলো অ্যালকোহল
Published : Saturday, 19 November, 2022 at 6:00 AM, Count : 162

বর্তমান ডেস্ক: রোববার  শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ, ইতিহাসে এবারই প্রথম এশিয়ার কোনো মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে শক্তিশালি অর্থনীতির দেশটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দেশটি। মুসলিম দেশ হওয়ায় ধর্মীয় নানা বিধিনিষেধের জেরে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা জারি করছে কাতার সরকার।

বিশ্বকাপ উপলক্ষে বেশ কিছু বিষয়ে নিয়মকানুন কিছুটা শিথিল করেছিল আয়োজক দেশটি। তখন স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির বিষয়টিও অনুমোদন পেয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শেষ মুহূর্তে এসে কাতারের রাজ পরিবার বিশ্বকাপে স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল বিক্রি বন্ধের জন্য ফিফাকে চাপ দিচ্ছে। আরটিভি

স্টেডিয়ামে অ্যালকোহল পান নিষিদ্ধ হলেও সারা বিশ্ব থেকে আসা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে লাইসেন্স প্রাপ্ত কিছু রেস্তোরাঁয় অ্যালকোহল সেবনের অনুমতি দিয়েছে। মুসলিমদের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে অ্যালকোহল কাণ্ডে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতারের এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন। কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বিয়ার বিক্রির জন্য বুঁদউইজার নামক প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছিল ফিফা। যারা আবার বিশ্বকাপে বেশ বড় স্পন্সরও।শেষ মুহূর্তের এই ঘটনায় যদি তারা বিশ্বকাপে অর্থ বিনিয়োগ করতে না চায়, তাহলে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে ফিফাকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com