শিরোনাম: |
যেভাবে নীল ছবি দেখার নেশা কাটাবেন
|
![]() বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যারা সমস্যার কথা জানিয়েছেন তারা একটি বিশেষ বয়সের। কেউই ২৫ বছর পেরোয়নি। তাদের উদ্দেশে মনোবিদের উত্তর, ‘কিছু কিছু লক্ষণ যখন নিজেদের মধ্যে টের পাওয়া যাচ্ছে এবং নিজেকে এর মধ্যে থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা চলছে। নিজেকে দেখতে পাওয়া এবং সেখান থেকে বেরোতে চাওয়ার ইচ্ছাটাই একটা বিরাট বড় সম্ভাবনা।’ এর কারণ হিসেবে মনোবিদরা বলছেন, অনেক সময়ে সমস্যা থেকে নিজেরাই পালিয়ে যাই। কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না। অন্যকে না বলতে পারলেও নিজের কাছে গোপন করছেন না কেউ। বদলের দরকার আছে, তা বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত পৌঁছে যাওয়া মানে বাকিটা আস্তে লড়ে এবং গ়ড়ে নেয়া সম্ভব হবে। আসলে এক্ষেত্রে চটজলদি ক্লান্তিমুক্তির পথ হিসাবে বেছে নেয়া হচ্ছে পর্নোগ্রাফিকে। সুতরাং দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠছে। কিন্তু সতর্ক থাকতে হবে, জীবনের একটা অংশ হয়ে উঠলেও তা যেন জীবন না হয়ে ওঠে। সেটাই জরুরি। |