শিরোনাম: |
পুরুষ ও নারীর মাঝে প্রেম নেই, শুধু লালসা : নীনা গুপ্তা
|
![]() সম্প্রতি হিউম্যানস অব বোম্বের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের ভালোবাসার বিষয়ে কথা বলেছেন নীনা। ৪৯ বছর বয়সে তাঁর জন্য ভালোবাসা কতটা আলাদা ছিল তা জানতে চাওয়া হলে নীনা বলেন, 'একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে প্রেম বলে কিছু আছে বলে আমি মনে করি না। এটি লালসা থেকে শুরু হয়। এরপর দুজনে যদি একসঙ্গে থাকে, তবে একে অপরের প্রতি স্নেহশীল হয়ে ওঠে এবং সেটি একটি অভ্যাসে পরিণত হয়। আমি শুধু মাসাবার জন্য ভালোবাসা অনুভব করেছি। মেয়ে ছাড়া আর কারো প্রতি ভালোবাসা অনুভব করি না। আমি জানি না অন্য লোকেরা অনুভব করতে পারে কি না, তবে আমি সেই ভালোবাসা বুঝি না। ’ অভিনেত্রী আরো বলেন, ‘প্রথমে কামনা দিয়ে শুরু হয় এটি। তারপর বিয়ে অথবা অন্য কোনো সিদ্ধান্ত। এসবে ভালোবাসা নেই। শুধু সন্তানের সঙ্গে ভালোবাসা অনুভব করেছি আমি। আমার স্বামীর জন্য আমি অনেক কিছু করব, অবশ্যই করব। কিন্তু আমি মাসাবার জন্য যেভাবে করব, আমার স্বামীর জন্য আমি সেভাবে কিছুই করব না। ’ নীনাকে সর্বশেষ দেখা গেছে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া এবং সারিকা অভিনীত ‘উচাই’ চলচ্চিত্রে। সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে। সামনে ‘গোয়ালিয়র’ চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। |