শিরোনাম: |
বিশ্বকাপের পর সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
|
![]() আশার্ক আল-আওসাতের বরাত দিয়ে আরব নিউজ শুক্রবার (২৫ নভেম্বর) তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তিন বছরের চুক্তিতে রোনালদোকে দলে ভেড়াতে চায় সৌদি আরবের ক্লাব আল-নাসর। যেখানে প্রতি মৌসুমের জন্য তাকে ৭৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৯৩ কোটি টাকার বেশি। রোনালদোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে সূত্র বলছে, প্রস্তাবের বিষয়ে এখনো পর্তুগিজ তারকার প্রতিনিধির সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্লাব। বিশ্বকাপ শেষেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত রোনালদো ব্যস্ত আছেন কাতার বিশ্বকাপে তার দেশ পর্তুগালকে নিয়ে। গত মঙ্গলবার (২২ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটান রোনালদো। ৬৭ শব্দবন্ধে ইউনাইটেড কর্তৃপক্ষ রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সেদিন। ক্লাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকার অভিযোগ আনায় প্রথমে ক্লাব মামলা করার হুমকি দিলেও পরে দুই পক্ষের যৌথ সম্মতিতেই ক্লাব ছাড়েন সিআর সেভেন। |