শিরোনাম: |
চলচ্চিত্রের সম্মান!
|
![]() দেশের চলচ্চিত্র বাইরে সম্মানিত হলে দেশের শিল্পীরাই তার সেই ভালোবাসা-শ্রদ্ধার আঁচটা সর্বপ্রথম পায়। সম্প্রতি গোয়া উত্সবে একাধিক চলচ্চিত্রের স্থান পাওয়ার কল্যাণে তারকারা বিশ্ব চলচ্চিত্রের এই অন্যতম উত্সবে হাজির হয়েছেন। সেখানেই দেশের তিন প্রজন্মের তিন অভিনয় শিল্পী এক ফ্রেমে। নুসরাত ফারিয়া, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী। |