শিরোনাম: |
ম্যারাডোনার সামনে দাঁড়িয়ে মেসি
|
![]() এদিকে, এই ম্যাচে মাঠে নামার আগেই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টাইন হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক ম্যারাডোনা। সৌদি আরবের বিপক্ষে নিজের ২০তম ম্যাচ খেলেছেন মেসি। আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই ম্যারাডনাকে ছুঁয়ে ফেলবেন আর্জেন্টাইন অধিনায়ক। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সি গায়ে ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২২ ম্যাচ খেলার রেকর্ডে গড়বেন মেসি। ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপ খেলে ২১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ম্যারাডোনা। এদিকে, ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে মাঠে নামছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে ২৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ম্যাচ খেলারত রেকর্ডের মালিক জার্মানির লোথার ম্যাথিউস। কাতারের মাটিতে আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং সবগুলো ম্যাচে মাঠে নামলে ম্যাথিউসকে টপকে যাবেন মেসি। ফাইনাল না খেললেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেও ম্যাথিউসকে টপকাতে পারবেন মেসি। |