শিরোনাম: |
যে একাদশে মাঠে নামতে পারে বেলজিয়াম-মরক্কো
|
![]() তবে বেলজিয়ামের জন্য দুঃসংবাদ হলো, এই ম্যাচেও তারা রোমেলু লুকাকুকে পাচ্ছে না। এই ম্যাচে ৩-৪-২-১ ফরমেশনে খেলতে পারে বেলিজিয়ানরা। তাই দলকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব সামলাবেন হ্যাজার্ড-ডি ব্রুইনারা। তাদের সঙ্গ দেবেন প্রথম ম্যাচে গোল করা মিচি বাতশুয়াইয়ে। অন্যদিকে মরক্কো নামতে পারে ৪-৩-৩ ফর্মেশনে। সেক্ষেত্রে মাঝমাঠে দেখা যাবে হাকিম জিয়েশ, আশরাফ হাকিমিকে। এ ছাড়া নিখুঁত ফিনিশিংয়ে ভূমিকা রাখতে পারেন ইউসেফ এন-নেসিরি-সোফিয়ান বোফাল। সম্ভাব্য একাদশ বেলজিয়াম (৩-৪-২-১) থিবো কর্তোয়া (গোলরক্ষক), ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, থমাস মুনিয়ের, আমাডু ওনানা, অ্যালেক্স ভিটসেল, কাস্টাগনে, কেভিন ডি-ব্রুইনা, এডেন হ্যাজার্ড, মিচি বাতশুয়াই মরক্কো (৪-৩-৩) ইয়াসির বুনো (গোলরক্ষক), নায়েফ আগুয়ের্ড, আশরাফ হাকিমি, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, রোমেন সাইস, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আমরাবাত, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসুফ এন-নেসিরি, হাকিম জিয়েশ |