শিরোনাম: |
'জার্সি অবমাননা' বিতর্কে মেসির পাশে ব্রাজিলিয়ান ফুটবলার
|
![]() এই ঘটনায় মেসির পাশে দাঁড়িয়েছেন তার সাবেক সতীর্থ সোর্হিও আগুয়েরো। আর্জেন্টাইন অধিনায়ক এবার পাশে পেলেন ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলোকে। এই দৃশ্য দেখেই চটে গেছেন আলভারেস। টুইটারে তিনি আর্জেন্টাইন সুপারস্টারকে উদ্দেশ্য লিখেছেন, 'তোমারা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রাথর্না করুক মেসি, যেন আমার সামনে না পড়ে। আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি!' এবার আলভারেসকে জবাব দিয়ে ৩৯ বছর বয়সী ফিলিপে মেলো টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘বক্সিং পছন্দ করায় ক্যানেলোকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে ফুটবলের কিছু বোঝে না, তাই চুপ থাকা উচিত। অন্যদের সম্মান দেওয়ার ক্ষেত্রে মেসির চেয়ে ভালো কেউ নেই। কোনো দলেই নেই। তার বিপক্ষে অনেকবারই খেলেছি, প্রতিবারই তার কাছ থেকে সম্মান পেয়েছি। যে লোক মুখ খুলে আজেবাজে কথা বলে, তার (মেসি) সেসব কথার উত্তর দেওয়ার দরকার নেই। ’ |