শিরোনাম: |
বিশ্বকাপের গ্রুপপর্বে দুই যুগ ধরে অপরাজিত ব্রাজিল
|
![]() সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের মাধ্যমে বিশ্বকাপের গ্রুপপর্বে টানা ১৭ ম ইয়াচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। সর্বশেষ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিলো সেলেসাওরা। ১৯৯৮ সালের পর পেরিয়ে গেছে ২৪ বছর। মাঝের ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও চলমান ২০২২ বিশ্বকাপসহ টানা ছয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ১৭ ম্যাচে অপরাজিত হলুদ জার্সিধারীরা। ব্রাজিল ছাড়া ফুটবল বিশ্বের অন্য কোনো দলের টানা এত ম্যাচ অপরাজিত থাকার নজির নেই। এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা অপরাজিত রেকর্ড ছিলো ফ্রান্সের ১ ম্যাচের। এবার বিশ্বাকপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের সেই রেকর্ড স্পর্শ করে ব্রাজিল। আর নক-আউট নিশ্চিত করা নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে সুইসদের হারিয়ে ফরাসিদের ছাড়িয়ে ২ যুগ ধরে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করে সেলেসাওরা। |