সোমবার ১২ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
প্রাইজমানি হিসেবে কোন দল কত পাচ্ছে
Published : Monday, 12 December, 2022 at 6:00 AM, Count : 241

বর্তমান ডেস্ক: আর মাত্র ৪ টা ম্যাচ তারপরই পর্দা নামবে এবারের কাতার ফুটবল বিশ্বকাপের। ৩২ দলের টুর্নামেন্টে টিকে আছে মাত্র ৪ দল। ২০ নভেম্বর শুরু হয় এ বিশ্ব আসর। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২৮ দিনব্যাপী এ ফুটবল মহাযজ্ঞের।

এবারের বিশ্বকাপে বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়।  

এর সঙ্গে বেড়েছে পুরষ্কারের টাকার পরিমাণও। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। বিশ্বকাপ শুরুর আগেই প্রাইজমানির বিষয়টি জানিয়েছে ফিফা।

ফিফার তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশি।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪২০ কোটি টাকা। রানার্সআপ পাবে প্রায় ৩০০ কোটি টাকা।
শেষ ষোল থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে প্রায় ১৭০ কোটি টাকা করে।

তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে।

আর একদিন পরেই ১৩ নভেম্বর দিবাগত রাত ১ টায় বিশ্বকাপের সেমিফাইনাল। আগামীকাল রাতে সেমির লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

এর একদি পর অর্থাৎ ১৪ নভেম্বর দিবাগত রাত ১ টায় ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের চমক দল মরক্কো।
 
এক নজরে কে কত প্রাইজমানি পাচ্ছে:
চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার
রানার্স-আপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার
৩য় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার
৪র্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার
৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার
৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার
১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com