শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
যে দেশে হবে কোপা আমেরিকার পরবর্তী আসর
Published : Saturday, 28 January, 2023 at 6:00 AM, Count : 177

বর্তমান ডেস্ক: দক্ষিণ আমেরিকার ফুটবলের অন্যতম আসর কোপা আমেরিকা। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসছে আরেকটি আসরের সময়। তবে কোন দেশে হবে পরবর্তী আসর, এতোদিন এ বিষয়ে কিছু জানা না গেলেও এবার জানা গেলো স্বাগতিক দেশের নাম। কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ামক সংস্থা (কনকাকাফ) যৌথভাবে তা আয়োজন করবে।

২০২৪ সালে কনমেবল থেকে ১০টি এবং কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশগ্রহণ করবে। এমনটাই জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। এক প্রতিবেদনে তারা জানায়, এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে কোপা আমেরিকা।

এছাড়াও আগামী বছর ৪টি দল নিয়ে একটি ক্লাব প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে কনমেবল ও কনকাকাফ। দুই অঞ্চলের চলমান প্রতিযোগিতার মাধ্যমে সেগুলো বাছাই করা হবে।

২০২৪ সালে কনকাকাফ উইমেন্স গোল্ড কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট হবে। যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অংশগ্রহণ করা নিশ্চিত নয়।

এর আগে ২০১৬ সালে মার্কিন মুলুকে আয়োজন করা হয় লাতিন আমেরিকান ফুটবলের সেরা প্রতিযোগিতা। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। দেশের হয়ে যা তার প্রথম মেজর ট্রফি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com