শিরোনাম: |
ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর-সিলেট
|
![]() এলিমিনেটর থেকে ফরচুন বরিশালকে বিদায় করা রংপুর এই ম্যাচে পাচ্ছে না তাদের আফগান ক্রিকেটারদের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাই চলে গেছেন মুজিব-উর রহমান, রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইরা। তবে দলটির শক্তিক্ষয় পুষিয়ে দিতে গত রাতে এসেই ডোয়াইন ব্রাভো ও নিকোলাস পুরানদের সঙ্গে যোগ দেওয়ার কথা ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের। এদিকে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হারা মাশরাফি বিন মুর্তজার সিলেট প্লে অফের আগেই পিএসএলের জন্য হারিয়ে বসে আছে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। এর প্রভাব কুমিল্লার বিপক্ষে পড়লেও আজ স্থানীয় ক্রিকেটারদের দিয়েই বাজিমাত করে ফাইনালে যেতে চাইবে দলটি। |