শিরোনাম: |
ভালোবাসা দিবসে ভালোবাসা হোক বেশি-বেশি
|
![]() প্রেম যদি একেবারেই হয় নতুন ৷ তাহলে প্রেমদিবসে ব্যাপারটা একটু বেশিই গুরুত্বের ৷ কারণ, আপনি আপনার ভালোবাসার মানুষটি ভালোবাসেন কতটা, তা দেখানো তো একটা কায়দা চাই ! সেই কায়দার নামই হল ‘ভি ডে’৷ প্রেম মাপার কোনো ইউনিট হয় না ৷ বার বার আই লাভ ইউ বললেই ষোলকলা পূরণ, ব্যাপারটা সেরকমও নয় ৷ ব্যস্ত দুনিয়ায় প্রিয় মানুষকে পুরোটা সময় দেওয়াই আসল প্রেম ! আর সেই মুহূর্তটাই সারা জীবনের পুঁজি! তাই সময় রাখুন প্রেমের জন্য। সময় রাখুন প্রিয় মানুষের জন্য। উপহার দিন অবশ্যই ৷ তা গোলাপ হোক বা চকোলেট ৷ কিংবা দামি জিনিস ৷ কিন্তু সঙ্গে যেন থাকে আপনার ভালোবাসার ছোঁয়া ৷ কারণ, আজকের দেওয়া উপহার, কাল পুরনো ৷ প্রেমকে পুরনো হতে দেবেন না ৷ বরং চেষ্টা করুন প্রতিদিন রিফ্রেশ করতে। মনের যেমন বয়স হয় না ৷ তেমনই প্রেমেরও হয় না বয়স ৷ একসঙ্গে থাকার বছর গুলো যদি অনেক হয়, তাহলে প্রেম দিবসে সেই বিষয়কেই সেলিব্রেট করুন সবচেয়ে বেশি ৷ ‘প্রেম দিবস’- না হয় থাকুক সেকেন্ডারি ৷ প্রেমদিবস মানে আপনার প্রেমে রিফ্রেস ক্লিক ৷ ঝগড়া, মনোমালিন্য ভুলে প্রেম দিবসটাকে একেবারে নিজেদের মতো করে মেতে উঠুন ৷ যদি কোনো খেদ থাকে ৷ থাকুক না তা পড়ে ৷ প্রেমে একটু বিরোহ না থাকলে প্রেম কিন্তু একেবারেই জমবে না ৷ ভিড়ের জায়গায় না গিয়ে প্রেম দিবসে একটু ফাঁকা মনের মতো জায়গা বেছে নিন ৷ আর আপনি যদি ভিড়ে থেকেও একলা হতে পারেন, তাহলে বেস্ট প্রেমিকের খেতাব আপনারই মাথাতেই উঠবে ৷ প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেম বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন ৷ তাই ভালোবাসাকে ভালোবাসতে শিখুন৷ তাহলেই দেখবেন পুরো বছর আপনার প্রেম দিবস। কী মনে থাকবে তো? |