শিরোনাম: |
পেনাল্টি ঠেকিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক, ফুটবলবিশ্বে শোক
|
![]() মিররের খবরে বলা হয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই অচেতন হয়ে পড়েন এসপিল। মেডিকেল দল আধা ঘণ্টার মতো চেষ্টা করেছে তাকে জাগিয়ে তোলার। কিন্তু এসপিল জেগে ওঠেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট্রোজেবেকা। পেনাল্টি ঠেকিয়ে এসপিল অচেতন হওয়ার পর আর ফিরে আসেননি। তবে সংবাদমাধ্যমকে এসপিলের এক স্বজন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিনের উদ্ধৃতি প্রকাশ করেছে ল্যান্স। তার ভাষায়, খেলা চলছিল। আমাদের গোলকিপার ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরই পড়ে যায়। এটা খুবই মর্মান্তিক ঘটনা। আরনে এসপিলের আজ ময়নাতদন্ত হওয়ার কথা। তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহের ময়নাতদন্ত করা হবে। উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসপিলের মৃত্যু নিয়ে লেখা হয়েছে, গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। |