বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
চুমু খেয়ে ভাইরাল হলেন বলিউড অভিনেত্রী
Published : Wednesday, 15 February, 2023 at 6:00 AM, Count : 161

বর্তমান ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকার। কখনো শরীরে অতিরিক্ত ওজন বাড়িয়ে আবার কখনো মেদ ঝরিয়ে অভিনয় করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বাকি তারকাদের মতো ব্যক্তিজীবন নিয়ে নয়, কাজের জন্যই আলোচনায় থেকেছেন সবসময়। তবে এবার আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন নিয়ে। জানা গেছে প্রেমে মজেছেন এই সুন্দরী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভূমির এক ভিডিও। আর তা নিয়েই হচ্ছে চর্চা। ভিডিওতে দেখা যায়, পার্টি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছেন ভূমি, সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষী। গাড়িতে বসার পর তার প্রেমিক ভূমির ঠোঁটে ভালোবাসার চুম্বন এঁকে দেন। নিরাপত্তারক্ষী এ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে নিষেধ করেন পাপারাজ্জিদের। কিন্তু পাপারাজ্জিরা কি শোনে এসব বিধিনিষেধ। তারা করে ফেলেছে তাদের কাজ।

ঘটনার সূত্রপাত সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান থেকে। সেই অনুষ্ঠান থেকে বের হয়েই প্রেমিকের সঙ্গে গাড়িতে বসে চুমু আঁকেন ঠোঁটে। ভূমির প্রেমিকের নাম যশ কাটারিয়া। তিনি পেশায় একজন বিল্ডার। নেটদুনিয়ায় তাদের সম্পর্ককে ঘিরে জল্পনা শুরু হলেও এ সম্পর্কের বিষয়ে এখনও মুখ খোলেননি ভূমি। খবর টাইমস অব ইন্ডিয়া।

এখন দেখার পালা প্রেম নিয়ে কী পরিকল্পনা এঁকেছেন এই বলিউড অভিনেত্রী। কবে বাজবে তাদের বিনের সানাই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com