শিরোনাম: |
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই
|
![]() আদালতে জি এম কাদেরের পক্ষে আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম ও বাদীর পক্ষে সাঈদ আহমেদ রাজা শুনানি করেন। গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালত গঠনতন্ত্রের আলোকে জি এম কাদের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না বলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। জাপা থেকে বহিষ্কৃত ও দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন জি এম কাদের। গত ১৯ জানুয়ারি সেই আবেদন খারিজ করে দেন ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া। ফলে দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন তিনি। গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ জেলা জজ আদালতের আদেশ স্থগিত করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মামলার বাদী জিয়াউল হক মৃধা। |