মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Published : Saturday, 25 February, 2023 at 6:00 AM, Count : 124

বর্তমান ডেস্ক: চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে তারা। ফাইনালে উঠে নতুন এক ইতিহাস গড়ল প্রোটিয়া নারী দল। পুরুষ কিংবা নারী বিশ্বকাপে এটি প্রথমবার দক্ষিণ আফ্রিকার কোনো দলের ফাইনালে ওঠার রেকর্ড।

সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে কেপটাউনে দুই ওপেনার তাজমিন ব্রিটস ও লরা উলভারটের হাফসেঞ্চুরিতে তাদের ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ১৫৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশ মেয়েরা। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া নারী দল। ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলা তাজমিন ব্রিটসের হাতে ওঠেছে ম্যাচসেরার পুরস্কার।

ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আগের দিন প্রথম সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালে পা রাখে অজি নারী দল। বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৭টায় কেপটাউনে শুরু হবে ফাইনাল ম্যাচ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com