শিরোনাম: |
ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
|
![]() সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে কেপটাউনে দুই ওপেনার তাজমিন ব্রিটস ও লরা উলভারটের হাফসেঞ্চুরিতে তাদের ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ১৫৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশ মেয়েরা। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া নারী দল। ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলা তাজমিন ব্রিটসের হাতে ওঠেছে ম্যাচসেরার পুরস্কার। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আগের দিন প্রথম সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালে পা রাখে অজি নারী দল। বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৭টায় কেপটাউনে শুরু হবে ফাইনাল ম্যাচ। |