শিরোনাম: |
মিষ্টি তরমুজ চেনার উপায়
|
![]() প্রথমে আপনাকে দেখতে হবে তরমুজের সবদিক সমান অর্থা নিটোল গড়ন কিনা। নিটোল গড়ন হলে বুঝতে হবে যে এই তরমুজটা ভালো। শুধু সবদিক সমান দেখলে হবে না। আপনাকে দেখতে হবে তরমুজের বোটা একটু শুকনা কিনা। বোটা শুকনো হলেই বুঝতে হবে যে তরমুজটা গাছপাকা হয়েছে। আরো একটি দিক আপনাকে লক্ষ্য রাখতে হবে, তরমুজ বেশি বড় থেকে মাঝারি সাইজের কেনাটা ভালো এতে গাছপাকা হয়। পাকা তরমুজ সাধারণত গাঢ় সবুজ ও কালচে দেখতে হয়। এই ধরনের লক্ষণ করা খেয়াল করলেই সহজেই মিলে যাবে, টকটকে লাল আর চিনির মতো মিষ্টি তরমুজ। |