শিরোনাম: |
খেজুরের শরবত, তৈরির রেসিপি
|
![]() তৈরি করতে যা লাগবে নরম খেজুর- আধা কাপজ্বাল দেওয়া ঘন দুধ- ১ কাপবাদাম কুচি- ১ চা চামচ কিশমিশ- ১ চা চামচ চিনি- পরিমাণমতো পানি- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন খেজুর ভালো করে ধুয়ে নিন। এবার খেজুরের বীজ ফেলে টুকরা করে নিন। টুকরাগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। |