বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে, সজাগ থাকতে হবে: নেতাকর্মীদের শেখ হাসিনা
Published : Wednesday, 17 May, 2023 at 6:00 AM, Count : 225

বর্তমান প্রতিবেদক: দেশের অর্জনগুলো নস্যাৎ করতে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যাতে জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে—সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে।

বুধবার (১৭ মে) গণভবনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে বা জাতির পিতাকে হত্যা করেছে; জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে। যেন আমাদের অর্জনগুলো নস্যাৎ হয়ে যায়।’ এ ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগই একমাত্র দেশের মানুষের কল্যাণের চিন্তা করে উল্লেখ করে তিনি বলেন, বাকিরা লুটেরার দল। তারা দেশের মানুষের কল্যাণের চিন্তা করে না। সেটি মাথায় রেখে ওই সন্ত্রাসী দল, খুনির দল, যুদ্ধাপরাধীদের দল—তারা যেন আর মানুষের ভাগ্য ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সবাইকে নজর দেওয়ার অনুরোধ জানাই।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com