বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের পূর্ণাঙ্গ সূচি
Published : Wednesday, 24 May, 2023 at 6:00 AM, Count : 405

বর্তমান ডেস্ক: আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের ১৩তম আসরে  মোট ১০টি দল অংশ নেবে। ইতিমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ আটটি দল। বাছাই পর্বের সেরা দুই দল পাবে বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট।

সেই দুই দল নির্ধারণে আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। উদ্বোধনী ম্যাচেই নেপালের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে। বাছাই পর্বে অংশ নিবে মোট ১০টি দল। গ্রুপ-‘এ’তে আছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ-‘বি’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। এই পর্বে উত্তীর্ণ দলগুলো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাছাই পর্বের ফাইনাল ৯ জুন। সুপার সিক্সে উঠতে ব্যর্থ চার দল প্লে-অফ ম্যাচ খেলবে।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সূচি :
গ্রুপ পর্ব :
১৮ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
১৯ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব
১৯ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২০ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুন ২০২৩ : নেপাল-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২১ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২১ জুন ২০২৩ : ওমান-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২২ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৩ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব
২৩ জুন ২০২৩ : স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৪ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-নেপাল, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৫ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৫ জুন ২০২৩ : স্কটল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৬ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৭ জুন ২০২৩ : শ্রীলঙ্কা-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৭ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

সুপার সিক্স পর্ব :
২৯ জুন ২০২৩ : এ২-বি২, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৩-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৫-বি৪, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
১ জুলাই ২০২৩ : এ১-বি৩, হারারে স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ২-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ৪-বি৫, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৩ জুলাই ২০২৩ : এ৩-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : এ২-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : সপ্তম-অষ্টম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৫ জুলাই ২০২৩ : এ১-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : এ৩-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : নবম-দশম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৭ জুলাই ২০২৩ : এ১-বি১, হারারে স্পোর্টস ক্লাব
৯ জুলাই ২০২৩ : ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com