শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
খালি হাতেই মৌসুম শেষ করলেন রোনালদো
Published : Sunday, 28 May, 2023 at 6:00 AM, Count : 172

বর্তমান ডেস্ক: ইউরোপ অধ্যায় শেষে সৌদি ক্লাব আল নাসরে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শুরুতে রেকর্ড পারিশ্রমিকে ক্লাবটিতে নাম লেখান তিনি। এরপর থেকে নানা কারণেই খবরের শিরোনাম হচ্ছেন এ পর্তুগিজ তারকা। আল নাসরের জার্সিতে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন রোনালদো। তবে এবার সৌদি লিগে নিজের শুরুর মৌসুমটা খালি হাতেই শেষ করতে হলো তাকে।

শনিবার ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সৌদি প্রো লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে রোনালদোর।

এই ম্যাচে আল নাসর হোঁচট খাওয়ার সুযোগ কাজে লাগাতে ভুলেনি আল ইত্তিহাদ। আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়ে ১৪ বছর পর সৌদি প্রো লিগের শিরোপা জিতল তারা। যদিও লিগ শেষ হতে এখনো এক রাউন্ড বাকি। অবশ্য ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইত্তিহাদ। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল নাসর।

২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেন রোনালদো। কিন্তু প্রথম দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফলে কিংস কাপ ও সুপার কাপ থেকে আগেই বিদায় নিতে হয় আল নাসরকে। বাকি ছিল লিগ শিরোপা। সেই সম্ভাবনাটা এখন শেষ হয়ে গেল। এই লিগে এখন পর্যন্ত ১৪ গোল করলেও রোনালদোর অর্জনের খাতা শূন্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com