শিরোনাম: |
খালি হাতেই মৌসুম শেষ করলেন রোনালদো
|
![]() শনিবার ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সৌদি প্রো লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে রোনালদোর। এই ম্যাচে আল নাসর হোঁচট খাওয়ার সুযোগ কাজে লাগাতে ভুলেনি আল ইত্তিহাদ। আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়ে ১৪ বছর পর সৌদি প্রো লিগের শিরোপা জিতল তারা। যদিও লিগ শেষ হতে এখনো এক রাউন্ড বাকি। অবশ্য ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইত্তিহাদ। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল নাসর। ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেন রোনালদো। কিন্তু প্রথম দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফলে কিংস কাপ ও সুপার কাপ থেকে আগেই বিদায় নিতে হয় আল নাসরকে। বাকি ছিল লিগ শিরোপা। সেই সম্ভাবনাটা এখন শেষ হয়ে গেল। এই লিগে এখন পর্যন্ত ১৪ গোল করলেও রোনালদোর অর্জনের খাতা শূন্য। |