শিরোনাম: |
রাঁধুন ঝরঝরে পোলাও, রইল রেসিপি
|
![]() উপকরণ ১. বাসমতি চাল ২ কাপ ২. ঘি ৫ টেবিল চামচ ৩. মাঝারি ২টি পেঁয়াজ কুচি ৪. গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ ৫. লবণ প্রয়োজনমতো ৬. চিনি ৫০ গ্রাম ৭. কাজুবাদাম কুচি ২০ গ্রাম ৮. কিশমিশ ২০ গ্রাম ৯. গরম দুধে ভেজানো এক চিমটি জাফরান ও ১০. মটরশুটি এক মুঠো। প্রণালী প্রথমে ২০ মিনিট চাল ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে চাল ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গরম মশলার গুঁড়া দিয়ে ভেজে নিন। পেঁয়াজ বাদামি রং হলে চাল দিয়ে পাঁচ মিনিট ভাজুন। পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ঢেকে রান্না করুন। এরপর জাফরান ভেজানো দুধ, চিনি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ভালোমতো নেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন। ততক্ষণে পোলাও থেকে সুগন্ধ বের হতে থাকবে। এবার ভাত ফুটলে গরম গরম পরিবেশন করুন। |