শিরোনাম: |
কারখানা উন্নয়নে বিনিয়োগ করবে বৃটিশ আমেরিকান টোব্যাকো
|
![]() ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির সোলার প্যানেল সিস্টেমে বিনিয়োগ করলে ৫০ শতাংশ কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমাবে এবং ৫০ শতাংশ পুর্নবীকরণ বিদ্যুৎ ব্যবহারের যাত্রায় প্রবেশ করবে। কোম্পানিটির ফাইবেক্স প্লান্টে বিনিয়োগ তামাক কণাকে রূপান্তরিত করবে;যা আগে তামাকের পাতার মত ব্যবহারযোগ্য কাঁচামাল ছিল। প্রকল্পটিতে বিনিয়োগের জন্য বিএটিবিসির নগদ প্রবাহের উপর ভিত্তি করে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক থেকে অর্থায়ন করা হবে। কোম্পানিটির সাভারে কারখানায় সোলার প্যানেলের জন্য আনুমানিক ২৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ফাইবেক্স প্লান্টের জন্য ৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। |