বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
তুমি চাইলে আমি বিদেশেও সংসার করতে পারি, স্বামীকে বলেছিলেন শিল্পা
Published : Thursday, 26 October, 2023 at 6:00 AM, Count : 218

বর্তমান ডেস্ক:বলিউডে এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা শেঠি। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তার স্বামী রাজ কুন্দ্রের। এর জন্য হাজত বাসও করতে হয়েছে রাজকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, তাদের কঠিন সময়ের কথা। পর্নকাণ্ডে নাম জড়ানোর পরে তাকে নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পা শেঠি। 

রাজ বলেন, আমার স্ত্রীই প্রথম আমাকে প্রশ্ন করেন, তুমি কি বিদেশে চলে যেতে চাও? তুমি তো লন্ডনে বেশ ভালোই ছিলে। আমার জন্য এ দেশে এসেছ তুমি। তুমি চাইলে আমি বিদেশে গিয়েও সংসার করতে পারি। চরম কঠিন সময়েও আমার স্ত্রীই প্রথম আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। 

তারপরেও কেন বিদেশে যাওয়ার কথা ভাবেননি রাজ? রাজ বলেন, আমি এ দেশে থাকতে ভালোবাসি। আর তা ছাড়াও... লোকজন কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যায়। আমি কেন তা করব! 

নিজের জেলজীবনের গল্প জীবনীচিত্রের মাধ্যমে তুলে ধরবেন রাজ। এর মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com