বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা ব্যাহত
Published : Thursday, 26 October, 2023 at 6:00 AM, Count : 394

বর্তমান প্রতিবেদক: রাজধানীর মহাখালীর আমতলীতে ১৪তলা খাজা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবন থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে হাসনা বেগম রানু নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন।

অনেকে জানালার কাচ ভেঙে নিচে তাকিয়ে উদ্ধারের আকুতি জানান। ভবনের ছাদ থেকে ঝুঁকিপূর্ণভাবে রশি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।

বৃহস্পতিবার বিকেলে ভবনের ১৩তলায় এ আগুনের সূত্রপাত। বিকেলে ৫টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১০টি ইউনিট কাজ শুরু করে। রাত ৯টায় এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের পরপরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া ভবনে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।

সরেজমিন দেখা যায়, আগুন লাগার পর আমতলী থেকে গুলশান ১ নম্বরমুখী সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাখালী ও উত্তরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা (গণমাধ্যম) শাহজাহান সিকদার জানান, খাজা টাওয়ারের ১৩তলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মৃত রানু ভবনের ১০তলা থেকে নামার সময় পড়ে যান। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। স্বামীর নাম আশরাফুল আলম সানি। ২৭ বছরের রানু ওই ভবনে চাকরি করতেন। মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালের তথ্যকেন্দ্রের কর্মী ফেরদৌসী আক্তার জানান, তাদের হাসপাতালে একজন নারীকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর উদ্ধারের আকুতি জানিয়ে অনেকেই তাদের কাছে ফোন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনার কিছুক্ষণ পরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। আগুন লাগার পর অনেকে ভবনের ছাদে উঠে পড়েন। সেখান থেকে পাশের ভবনের ছাদে দড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে কয়েকজন আহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন।

আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাত প্লাটুন সদস্য অংশ নেন। আনসার বাহিনীর উপপরিচালক গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অগ্নিনির্বাপণের কাজে সহায়তা করতে দুই প্লাটুন ব্যাটালিয়ন আনসার ও পাঁচ প্লাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়।

খাজা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানায়, মহাখালীর অগ্নিকাণ্ডের কারণে ইন্টারনেট সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন না। এ ছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্যও ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে গ্রাহকরা ইন্টারেনট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com