শিরোনাম: |
৮ দিনে বিজয়ের সিনেমার আয় ৬৪২ কোটি টাকা
|
![]() সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ‘লিও’ সিনেমার আয়ের পরিমাণ কমছে। তবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সবচেয়ে কম আয় করে এটি। এ পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় বিজয়ের এই সিনেমার অবস্থান চতুর্থ। বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ২২ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ১৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৮৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৪২ কোটি ৫২ লাখ টাকার বেশি। ‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি। চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। |