বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী
Published : Tuesday, 5 December, 2023 at 6:00 AM, Count : 231

যশোরে নিজ গ্রামে যাওয়ার সময় পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শেলি আহসান। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও শারীরিকভাবে আঘাত পেয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই। 

শেলি আহসান জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সোহাগ পরিবনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসে চড়ে যশোরে নিজ গ্রামে যাচ্ছিলেন তিনি। এসময় পদ্মা সেতু পার হওয়ার পরে একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায়। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। মুহূর্তের মধ্যেই বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

পুরো ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি শেলি। তার ভাষায়, বুঝে উঠতে পারছিলাম না কী হলো! আরো অনেককিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দেই। 

প্রসঙ্গত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন শেলি আহসান। এছাড়াও একাধিক নাটক ও কয়েকটি সিনেমাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com