বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
একমঞ্চে তিন প্রার্থী, যুগপৎ শোডাউন
গাজীপুরে আওয়ামী লীগের হেভিওয়েট ৪ স্বতন্ত্রপ্রার্থীর প্রতীক ট্রাক
Published : Tuesday, 19 December, 2023 at 6:00 AM, Count : 446

রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের মোট ৫টি সংসদীয় আসনের মধ্যে চারটিতেই আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্রপ্রার্থীরা একজোট হয়ে ‘ট্রাক প্রতীক’ নিয়েছেন। তাদের মধ্যে তিন প্রার্থীই সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নগরীর ঐতিহাসিক রাজবাড়ি মাঠে যুগপৎভাবে বিশাল শোডাউন করেছেন। তিন প্রার্থীই একমঞ্চে দঁাড়িয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে কেন্দ্রে সর্বাত্মক ভোটার উপস্থিতি ঘটনানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এসময় রাজবাড়ি মাঠে তাদের কর্মী-সমর্থকদের ‘জিতবে এবার ট্রাক’ শ্লোগানে এলাকা প্রকম্পিত হয়। আওয়ামী লীগের স্বতন্ত্র এ তিন প্রার্থী হলেন, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকসুর সাবেক ভিপি ও জিএস, সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর-২ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন এবং গাজীপুর-১ আসনে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। এ তিনটি আসনই গাজীপুর মহানগরীর সাথে যুক্ত। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বর্তমান মেয়র জায়েদা খাতুনের ছেলে ও মেয়রের উপদেষ্টা আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ তিন স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে রাজবাড়ি মাঠে এ শোডাউন হয়। এসময় পুরো মাঠ তাদের কর্মী-সমর্থকদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অপরদিকে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এবার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই এলাকায় আলোচনায় রয়েছেন। আওয়ামী লীগের নির্বাচনী নৌকার যাত্রী জাতীয় পার্টিসহ অন্যান্য ছোট দলের মোট ৩৭ জন প্রার্থী জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর নির্বাচনী কার্যক্রম শুধু মনোনয়নপত্র দাখিলের মধ্যেই সীমাবদ্ধ। অপরদিকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমেদ এখনো প্রার্থীতা ফিরে না পাওয়ায় আসনটিতে নির্বাচনী কোন আমেজ নেই। এ আসনে অন্যান্য ছোট শরিক দলসহ আরো প্রায় ৬ জন প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে তাদের দেখা মিলছে না। ফলে গাজীপুর-৪ আসনে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বর্তমান এমপি সিমিন হোসেন রিমি দলীয় টিকিটে অনেকটা খালি মাঠেই নির্বাচিত হতে যাচ্ছেন।
সোমবার নগরীর রাজবাড়ি মাঠে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থীর যুগপৎ কর্মসূচিতে বক্তৃতাকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যপ্রার্থী আখতারউজ্জামান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। তাই আমরা ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবো। তিনি সমবেত সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে নিজেকে প্রার্থী মনে করে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ জানাবেন।
গাজীপুর-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উন্নয়নের রূপকার উল্লেখ করে বলেন, মাত্র তিন বছরে জাহাঙ্গীর আলম গাজীপুরের চেহারা পাল্টে দিয়েছেন। আর আপনারা (প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী) ভারপ্রাপ্তকে দিয়ে উন্নয়নের নামে লুটপাট করেছেন। আমরা এমপি নির্বাচিত হয়ে জাহাঙ্গীরের সাথে হাত মিলিয়ে পুরো গাজীপুরের চিত্র পাল্টে দিব। গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, জাহাঙ্গীর আলমের অসমাপ্ত কাজ ও তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com