Published : Saturday, 6 January, 2024 at 6:00 AM, Count : 129
দুই মেয়েসহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার (৫১)। ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বিমানটি পানিতে পড়ে যায়।
।
এ দুর্ঘটনায় মারা যান ক্রিশ্চিয়ান অলিভারের দুই মেয়ে মাদিতা (১০) ও অনিক (১২)। ‘দ্য গার্ডিয়ান’র এর প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।