শিরোনাম: |
গাজীপুরে অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় নিহত ২
|
![]() নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়া থাকতেন হেলাল উদ্দিন ও কাদেরুল। শুক্রবার দিবাগত রাতে তারা একত্রে বসে দেশীয় মদ (বাংলা মদ) পান করছিলেন। অতিরিক্ত মদ পানের একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এসময় তাদের মুখ দিয়ে লালা ঝরছিল। আশংকাজনক অবস্থায় তাদেরকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, নিহতদের আত্মীয় স্বজনরা ’বিষক্রিয়া হয়েছে’- এমন ধারনায় মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। । তবে স্থাণীয়রা জানান তারা অতিরিক্ত মদ পান করায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। |