বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
টঙ্গীবাজার পাইকারি মার্কেটে অগ্নিকান্ড
Published : Thursday, 18 April, 2024 at 6:00 AM, Count : 221

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় পাইকারি মালের আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে বারোটার দিকে বাজারের আড়তপট্টিতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এ সময় একটি চালের আড়ত, মসলার গুদাম, আলুর গুদামসহ ছয়টি দোকানের মালামাল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে পৌনে বারটার দিকে টঙ্গীবাজার আড়তপট্টিতে একটি মসলার দোকানে হঠাৎ আগুন দেখে নেভাতে চেষ্টা করেন তারা। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আড়তে দ্রুত ছড়িয়ে পড়লে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মেসার্স সবুজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, দোকান বন্ধ করে মাত্র বাসায় ঢুকলাম এসময় লেবাররা ফোন করে আগুনের সংবাদ দেয়। এসে দেখি  দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোনের সহকারী উপ পরিচালক শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে টঙ্গীবাজার আড়তপট্টিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com