বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
নারী ভক্তকে জড়িয়ে ধরায় ইরানি ফুটবলার নিষিদ্ধ
Published : Tuesday, 23 April, 2024 at 6:00 AM, Update: 23.04.2024 7:37:23 PM, Count : 233

বর্তমান ডেস্ক: পৃথিবীতে প্রচলিত খেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ফুটবলেরই। তাই খেলাটিকে ঘিরে ভক্তদের আবেগ-ভালোবাসাও অনান্য খেলার সমর্থকদের চেয়ে বেশি। ফুটবলারদের রীতিমতো নায়কের চোখে দেখে ভক্তরা। তাই খেলার মাঠে মাঝে মধ্যেই এই নায়কদের দর্শন পেতে ঢুকে পড়ে ভক্ত সমর্থকরা। মাঝে মধ্যেই খেলোয়াড়দের সাথে তাদের এই ক্ষণিক মিলনে ধরা পড়ে আবেগঘন কিছু দৃশ্য। তবে এবার এই কাজ করে এক ইরানি ফুটবলারকে বিপদে ফেলে দিয়েছেন তার এক নারী ভক্ত।

ইরান জাতীয় দল ও ইরানের ক্লাব ইস্তেগলাল তেহরানের গোলরক্ষক হোসেইন হোসেইনি মাঠে ঢুকে পড়া এক নারী ভক্তকে বাঁচাতে গিয়ে রোষানলে পড়েছেন। ইরানের হয়ে ১১ ম্যাচ খেলা এই গোলকিপারকে ম্যাচ কর্মকর্তাদের সাথে খারাপ আচরণের জন্য ইরানি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে।

ইরানের এই গোলকিপার হোসেইন হোসেইনি পারসিয়ান গালফ প্রো লিগে এস্তেঘলাল তেহরান এবং অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচে হঠাৎ করে ঢুকে পড়া এক মহিলা ভক্তকে তেড়ে আসা নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরেন। যার কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাকে জরিমানার সাথে বরখাস্তও করেছে।

মাঠে স্ট্যান্ড থেকে ঢুকে হিজাব পরা সেই ভক্ত হোসেইন হোসেইনির কাছে পৌঁছাতে সক্ষম হন। হোসেইনি তাকে অল্প সময় জড়িয়ে ধরে শান্ত করেন।

তবে ইরানে কিন্তু নারীদের ফুটবল ম্যাচ দেখার ইতিহাস বেশ পুরাতন নয়। ‘নীল মেয়ে’ নামে পরিচিতি পাওয়া সাহার খোদায়ারির মৃত্যু ইরানের ফুটবল ইতিহাস রীতিমতো পাল্টে দিয়েছে। সাহারের মৃত্যুতে ২০১৯ সালে ৪০ বছর পর ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com