বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ২৫ বৈশাখ ১৪৩২
কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের মশাল মিছিল
Published : Sunday, 7 July, 2024 at 6:00 AM, Count : 221

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের ২০১৮ সালের পরিপত্র বহালসহ তিন দফা দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এই মিছিলে প্রদক্ষিণ করে।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন। এসময় তারা তাদের তিন দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবার আল্টিমেটাম দেন। মিছিলে তারা 'লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, 'আজ সারাদেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে৷ তারই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মশাল মিছিল করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে।'

পরবর্তী কর্মসূচির বিষয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা আজ রাত দেখবো এবং কোনো সিদ্ধান্ত না হলে পরবর্তীতে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। আমরা এবার কঠোর কর্মসূচিতে যাবো।'

এর আগে গত ৪ জুলাই (বৃহস্পতিবার) চার দাবি জানিয়ে তিন ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ ছাড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো - ২০১৮-এর পরিপত্র পুনঃবহাল করতে হবে, প্রতিবন্ধী ও উপজাতী কোটা ছাড়া ১ম থেকে ৪র্থ শ্রেণীর সকল চাকরীতে সকল প্রকার কোট বাতিল করতে হবে, অতিবিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে এবং তাদের দাবিগুলো জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নিকট পাঠাতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com