বুধবার ৭ মে ২০২৫ ২৪ বৈশাখ ১৪৩২
মহাসড়ক অবরোধ করে ক্রিকেট-ফুটবল খেলায় মেতেছে কুবি শিক্ষার্থীরা
Published : Sunday, 7 July, 2024 at 6:00 AM, Update: 07.07.2024 7:48:18 PM, Count : 144

কুবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে ফের আন্দোলনে নেমেছে কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল। যানচলাচল বন্ধ থাকায় ফাকা রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলায় মেতেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) দুপুর ৪ টায় অবরোধ চলাকালে শিক্ষার্থীরা এই খেলায় অংশ নেয়।

আইন বিভাগের শিক্ষার্থী  মেরাজ হোসাইন বলেন , 'আমাদের এই সময়টায় পড়ার টেবিলে বা খেলার মাঠে থাকার কথা ছিলো কিন্তু বর্তমানে কোটার এই সিস্টেমের জন্য আমাদের মহাসড়কে এসে আন্দোলন করতে হচ্ছে। আমাদের দেশের এই বৈষম্য বাতিল করার জন্য আমরা রাজপথে নেমেছি। রাজপথে আমাদের এই ক্রিকেট-ফুটবল খেলার জায়গা না কিন্তু আমরা এটাই বুঝাতে চাচ্ছি আমরা এই আন্দোলন যতদিন না শেষ করতে পারবো ততদিন চালিয়ে যাবো।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, 'আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির  সংস্কার হচ্ছে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা প্রতিবাদ স্বরূপ মহাসড়কে ফুটবল-ক্রিকেট খেলছি।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com