শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
তৃতীয়দিনে কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের
Published : Monday, 8 July, 2024 at 6:00 AM, Count : 204

কুবি প্রতিনিধি : তৃতীয়দিনের মতো ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন।

এসময় তারা 'লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে ইত্যাদি বলে স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।

এই বিষয়ে ২০২০-২১ সেশনের  বাংলা বিভাগের উর্মি আক্তার বলেন , 'কোটা বর্তমান সমাজে হতাশা হয়ে দাড়িয়েছে। কোটা প্রথা যতদিন পর্যন্ত নিপাত না হবে ততদিন মেধাবীরা মুক্তি পাবে না কোটা নিপাত হলেই মেধাবীরা মুক্তি পাবে এবং পরবর্তী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। '

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফরহাদ কাওসার বলেন, '৪৭ এর দেশভাগ এবং একাত্তরের মুক্তিযুদ্ধ যে বৈষমকে কেন্দ্র করে হয়েছিলো সে বৈষম্যকেই সরকার ২০২৪ সালে প্রতিষ্ঠিত করার পায়তারা করছে। বাংলার ছাত্র সমাজ এই পায়তারার যোগ্য জবাব দিবে। সকল ধরনের কোটা যদি বাতিল না হলে আমরা রাজপথে জীবন দিতেও প্রস্তুত। '

উল্লেখ্য, এর আগে গত ০৭ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চার ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরবর্তীতে চারদফা দাবি জানিয়ে অবরোধ করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com