মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেই নেই ছাত্রলীগ নেতাকর্মীরা
Published : Wednesday, 17 July, 2024 at 6:00 AM, Count : 218

কুবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগকে বয়কট করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্ররাজনীতি বন্ধে ব্যবস্থা নিতেও আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।

গতকাল মঙ্গলবার রাতে হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর দেখা মিললেও সকাল থেকে তাদেরকে আর দেখা যাচ্ছে না বলে  জানিয়েছেন শিক্ষার্থীরা। আসিফ নামের এক শিক্ষার্থী বলছেন, মমিন-শুভকে দেখেছি ব্যাগ নিয়ে হল থেকে বেরিয়ে যাচ্ছে।

মমিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ব্যাপারে তিনি বলেন, ক্যাম্পাস ছাড়ার মতো কিছু হয়নি। দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় নেতা কর্মীরা এখন ঢাকা কেন্দ্রীক বেশি থাকে।

হল গুলোতে খোঁজ নিয়ে আরও জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কোনো হলেই বর্তমানে ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপস্থিতি নেই। অন্যদিকে কোটা আন্দোলনের সাথে যুক্ত ফরহাদ কাউসার, আহসানুল হক ও আরাফ ভুঁইয়াকে মারধরের প্রতিবাদে ফেসবুকে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কোনো ক্লাসে অংশ নিবেন না জানিয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com