মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
নাশকতা মোকাবিলায় তৎপর আনসার বাহিনী
২৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট, নিহত ১ আহত ৯৮
Published : Thursday, 25 July, 2024 at 6:00 AM, Count : 273

বর্তমান প্রতিবেদক: দুর্বৃত্তদের নাশকতা মোকাবিলায় জীবনবাজি রেখে লড়ছে আনসার বাহিনী। রাজধানী ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা দেখা গেছে। এদিকে, আনসার বাহিনী দুর্বৃত্তদের অন্যতম টার্গেট। দুর্বৃত্তদের নাশকতায় এই বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে প্রায় ২৫ কোটি টাকা।

এছাড়াও চলমান সহিংসতা মোকাবিলায় প্রাণ দিয়েছেন এক আনসার সদস্য এবং আহত হয়েছেন আরও ৯৮ জন।

তিনটি গাড়ি, বিশটি মোটরসাইকেল, অস্ত্র ও গোলা-বারুদ, আনসার সদস্যদের বিভিন্ন ক্যাম্পসহ দেশব্যাপী বাহিনীর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগে এসব ক্ষয়ক্ষতি হয়। রাজধানীর হাতিরঝিলে ২২১ সদস্যের আনসার বাহিনীর এক ব্যারাকে আগুন দিয়ে ভস্মীভূত করেছে সন্ত্রাসীরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক রাজধানীর মালিবাগসহ  বিভিন্ন এলাকায় কোটা আন্দোলনের আড়ালে জামায়াত-বিএনপি ও তাদের জঙ্গি দোসরদের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি এই ঘটনাকে নারকীয় ধ্বংসযজ্ঞ উল্লেখ করে বিএনপি-জামায়াত ও তাদের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে বলেন, “গত কয়কেদনি ধরে ছাত্রছাত্রীদরে কোটা আন্দোলনরে সুযোগ নয়িে দুষ্কৃতকারী আগুন সন্ত্রাসী বএিনপ-িজামায়াত রাজধানী ঢাকাসহ সারাদশেে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালয়িছে।

মহাপরিচালক সাংবাদিকদের বলেন, সুনর্দিষ্টিভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ থকেে রক্ষা এবং সাধারণ মানুষরে জানমালরে নরিাপত্তার র্স্বাথে আবুল হোটলে থকেে রামপুরা ব্রজি র্পযন্ত এলাকার র্সাবকি নরিাপত্তা রক্ষায় বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষা বাহনিীকে দায়ত্বি প্রদান করা হয়। টহল ডউিটি ও চকেপোস্ট ডউিটরি মাধ্যমে গতকালই আমাদরে সদস্যরা  এই এলাকার নরিাপত্তা নশ্চিতি করছে। তিনি আরও বলেন, “র্বতমানে ঢাকা শহরে বাংলাদশে সনোবাহনিী ও পুলশিরে সাথে ৫০ প্লাটুন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় দায়ত্বি পালন করে যাচ্ছ। উদ্ভূত পরস্থিতিি মোকাবলিায় ১৭ জুলাই, ২০২৪ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে নর্দিশেনা মোতাবকে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়নেকৃত স্থানগুলোর মাঝে ধানমন্ড-ি৩২, ঢাকা জলো প্রশাসকরে র্কাযালয়, বটিভিি ভবন, ঢাকা কন্দ্রেীয় কারাগার, টএিসসি মোড়, ঢাকা বশ্বিবদ্যিালয় ভসিি বাংলো, শাহবাগ, যাত্রাবাড়ী, করোনগিঞ্জ ও সূত্রাপুর থানা, মরিপুর পুলশি লাইনস, হাজী ক্যাম্প ও সচবি নবিাস অন্যতম।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com