বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
ফুটবল
ভিনিসিয়ুসের সাথে জুটি বেঁধে সব শিরোপার দিকে চোখ এমবাপের
Published : Monday, 25 November, 2024 at 6:00 AM, Count : 312

বর্তমান ডেস্ক: লেগানেসের ম্যাচের আগে মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে বেশ চাপেই ছিলেন কিলিয়ান এমবাপে। গোলের মধ্যে না থাকার পাশাপাশি আলোচনার বড় বিষয় হচ্ছিল তার ভিন্ন পজিশনে খেলা এবং ভিনিসিয়ুস জুনিয়রের সাথে রসায়নের দিকটি। তবে রোববার রাতের ম্যাচে দুজন জুটি বেঁধে খেলেছেন দারুণ, যুগলবন্দীতে ফরাসি তারকা পেয়েছেন গোলের দেখাও। এমবাপে মনে করছেন, তাদের জুটি রিয়ালকে এই মৌসুমে ও ভবিষ্যতে অনেক শিরোপা এনে দেবে।


লা লিগার এই ম্যাচটির আগে অবশ্য বেশ চাপেই ছিলেন এমবাপে। আগের শেষ সাত ম্যাচে যে করতে পারেন মাত্র একটি গোল। ৪০০ মিনিটের বেশি সময় পাননি জালের দেখা। লেফট উইং ছেড়ে স্ট্রাইকার হিসেবে তিনি যথেষ্ট ভালো কিনা, তা নিয়েও চলছিল জোর আলোচনা। তবে লেগানেস ম্যাচে পজিশন বদলে খেলার পাশাপাশি ভিনিসিয়ুসের সাথে মিলে আক্রমণও শানান ভালোই। রিয়ালের ৩-০ গোলের প্রথমটিতে ভিনির পাস থেকেই জালের দেখা পান এমবাপে।


ম্যাচ শেষে ব্যালন ডি’অরের এবারের রানার্সআপকে প্রশংসায় ভাসান এমবাপে। “ভিনির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। বিশ্বের সেরা সব খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদে আছে এবং আমরা সব শিরোপা জেতার জন্য প্রস্তুত। ভিনি একজন দুর্দান্ত খেলোয়াড়, আমরা অনেক ম্যাচ এবং শিরোপা জেতার জন্য প্রস্তুত।”


রিয়ালে যোগ দেওয়ার আগ পর্যন্ত ক্যারিয়ার জুড়ে কখনই টানা এভাবে স্ট্রাইকার হিসেবে খেলেননি এমবাপে। তিনি সেরা লেফট উইঙ্গার হিসেবেই। তবে ভিনিসিয়ুস সেখানে থাকায় মানিতে নিতে হচ্ছে স্ট্রাইকার হিসেবেই। এখন পর্যন্ত খুব একটা ভালো না হলেও মন্দ করেছেন, তাও নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৯ গোল।


বিশ্বকাপ জয়ী এই তারকা বলেছেন, পজিশন নিয়ে বিশেষ ভাবনা নেই তার। “আমি সবসময় জয়কেই প্রাধান্য দেই। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের হতাশা পেছনে ফেলে আমরা এখানে জিততে এসেছিলাম। আমি মনে করি ভিন্ন পজিশনে আমি একটি ভাল ম্যাচ খেলেছি। আমি যেকোনো পজিশনেই খেলতে পারি। আমি শুধু দলকে সাহায্য করতে চাই এবং ভালো করতে চাই।”


লেগানেসের বিপক্ষে ম্যাচে ৪৩তম মিনিটে এমবাপে এগিয়ে দেওয়ার পর ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান এই ম্যাচে রাইট-ব্যাক হিসেবে খেলা মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। ৮৫তম মিনিটে বড় জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। লা লিগায় ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com