শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ ১২ মাঘ ১৪৩১
ভোটারদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই: সিইসি
Published : Sunday, 5 January, 2025 at 6:00 AM, Count : 213

বর্তমান প্রতিবেদক: ‌‘আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ নাগরিকদের বঞ্চনা যেন ঘোচাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে, যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে- সেটা ঘোচাতে চাই। বঞ্চনার কষ্ট দূর করতে চাই। আমাদের কমিটমেন্টে (অঙ্গীকার) অটল আছি। সবার সহযোগিতা চাই।’ আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 
 
নাগরিকরা আগামী সংসদ নির্বাচনে যাতে অবাধে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কমিটমেন্ট হচ্ছে- একটা অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া- যেটা এতদিন জাতি বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ‘আমি প্রায়ই বলি- আমাদের যারা বঞ্চিত কর্মকর্তা, তারা জনপ্রশাসনে যাচ্ছে, আন্দোলন করছে, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে; দেশের ১৮ কোটি বঞ্চিত মানুষ কোথায় যাবে? ভোটের অধিকার থেকে বঞ্চিত ১৮ কোটি মানুষ। তারা আসবে আমাদের কাছে। তাদের এ বঞ্চনার দুঃখ শোনার জন্য আমরা আছি ‘

সিইসি বলেন, ক্রিটিক্যাল টাইমে নতুন সরকার ক্ষমতা নিয়েছে। বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরাও ক্রান্তিকালীন সময়েরই একটা নির্বাচন কমিশন। 

তিনি বলেন, যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে, সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সেজন্য কাজ করছে সরকার।আমাদের এখানেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে। তারা যে সুপারিশ দেবে, তাতে আমাদের বিধিবিধান, আইন-কানুনে পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]