মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে সময় লাগবে ৪০ বছর
Published : Saturday, 18 January, 2025 at 6:00 AM, Count : 171

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ১৫ মাসের যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বাড়িঘর ও অবকাঠামো পুনর্নির্মাণে ৪০ বছর সময় লাগতে পারে। সেই সঙ্গে এসব পুনর্নির্মাণে ৮০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারে। শুক্রবার (১৭ জানুয়ারি) ত্রাণ সংস্থাগুলো এমনটাই জানিয়েছে।

আরব নিউজের প্রতিবেদন বলছে, এই যুদ্ধ গাজাকে 'ভবনের কালো খোলস' এবং 'ধ্বংসাবশেষের ঢিবির' একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বড় বড় রাস্তা উপড়ে গেছে। গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুতের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ হাসপাতাল এখন অকেজো।

তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ কেবল তখনই জানা যাবে, যখন রোববার যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরিদর্শকরা সেখানে ঢুকে সার্ভে করতে পাববেন।

স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘ অনুমান করেছে, গাজার ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি বাড়িঘর।

কিছু পুনর্নির্মাণ করার আগে, ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে ১৫ বছর সময় লাগবে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত। সেখানে ৮০ শতাংশেরও বেশি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]